Categories কবিতা

কবিতা: রাজনীতি

অজিত গঙ্গোপাধ্যায়

সত্যি কথা বলতে গেলে সত্যি বলা দায়
মিথ্যাচারের রাজনীতিতে সত্যি কেঁদে মরে
রাজনীতিতে সত্যি বলে কল্কে পাওয়া যায়
ভরসা করে এমন কথা কেউ কি বলতে পারে ?

রাজনীতিতে বদলে গেছে মিথ্যে বলার ঢঙ
এখন মুখোশধারী বাহুবলী হুমকি নির্যাতন
জাতি ,ধর্ম ,বর্ণ বুঝে পাল্টে নিজের রঙ
প্রয়োজনে আতঙ্ক বা ভয়াল নিপীড়ন ।

রাজার বেশে কোটি টাকার পোশাক পরা ন্যায়
দেশ বিদেশে সদলবলে ভ্রমণ রাজার কাজ
ভোটের সময় ফেরিওয়ালার চাদর দিয়ে গা’য়
চোখের জলে গাল ভিজিয়ে আবেগভরা সাজ ।

‘ রাজনীতি’টা সত্যি আজ আর নীতির রাজা নয়
কয়েক কোটির প্যাকেজ বুঝে শুধুই অভিনয় ।।

kabita2

 (‌প্রতি শনি ও রবিবার বেঙ্গল টাইমসে সাহিত্য বিভাগকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। কবিতা, গল্প, অণু গল্প, স্মৃতিচারণধর্মী লেখা প্রকাশ করা হয়। পাঠকের মুক্তমঞ্চ। আপনিও লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা:‌ bengaltimes.in@gmail.com)‌
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.