জেলা হচ্ছে, কিন্তু পর্যটক কই সুন্দরবনে?

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সুন্দরবন আলাদা জেলা হবে। ঘোষণা করেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সুন্দরবনের পর্যটনে এবার যেন মন্দাভাব। অন্যান্য বছর যে পরিমাণ পর্যটক আসেন, এবার তার অর্ধেকও দেখা যাচ্ছে না।
পুজোর পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির বেড়ানো। গায়ে মিস্টি রোদ লাগিয়ে অনেকেই দুদিন বা তিনদিনের জন্য বেরিয়ে পড়েন সুন্দরবনের দিকে। অনেকেই আসেন সরকারি লঞ্চে। অনেক বেসরকারি লঞ্চও থাকে। নভেম্বর থেকেই হাজার হাজার মানুষ আসতে শুরু করেন। কি্ন্তু এবার যেন ভাঁটার টান।

sundar ban

তবে কি বাঙালি মুখ ফিরিয়ে নিল এই ম্যানগ্রোভ অরণ্য থেকে? পর্যটন সংস্থাগুলি অবশ্য মনে করছে, এবার পরীক্ষা একটা ফ্যাক্টর। সামনেই বিধানসভা ভোট। পরীক্ষা এগিয়ে আসছে। ফলে, অভিভাবকরা ছেলে-মেয়েদের নিয়ে আসতে চাইছেন না। কেউ কেউ মনে করছেন, সুন্দরবন খুব আগে থেকে বুকিং হয় না। অনেকেই তিন চার দিন আগে বুকিং করেন। তাঁরা দেখছেন, এখনও শীত আসছে না, সেই কারণেই হয়ত পিছিয়ে দিচ্ছেন।
আরও একটি কারণের কথা উল্লেখ করছেন পর্যটন ব্যবসায়ীরা। হাইকোর্টের নির্দেশে বেশ কিছু হোটেল ও রিসর্ট বন্ধ করা হয়েছে। এই নিয়ে পর্যটকদের মনে কিছু আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে জানুয়ারি নাগাদ আরও অনেকেই সুন্দরবনে আসবেন, এমনটা আশা পর্যটন সংস্থাগুলির।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.