বছরে কয়েকটা দিন বাঙালি যেন একটু বেশিই বাঙালি হয়ে ওঠে। পোশাকে, খাওয়া–দাওয়ায়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বাংলার প্রভাব কতটুকু? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি কি হারিয়ে যাওয়ার পথে? নাকি এই আকালেও কোনও স্বপ্ন উঁকি দিচ্ছে?
এবারের ই ম্যাগাজিনে এই প্রশ্নগুলি উঠে এসেছে নানা আঙ্গিকে। সেইসঙ্গে রাজনীতি, সাহিত্য, বিনোদন, খেলা, ভ্রমণের পাশাপাশি নানা আকর্ষণীয় বিভাগ।
প্রায় ৫০ পাতার ম্যাগাজিন। পিডিএফে আপলোড করা আছে। ডাউনলোড করলেই সহজে পড়তে পারবেন।
নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন। সেখানে ওয়েবলিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলেই ম্যাগাজিনটি খুলে যাবে। অথবা প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। সেখানেও ওয়েবলিঙ্ক করা আছে। দ্রুত পড়ে ফেলুন। বেঙ্গল টাইমসের এই পথ চলায় আপনিও একজন সঙ্গী।
https://bengaltimes.in/wp-content/uploads/2023/04/poyla-boishakh-issue.pdf