মহালয়ায় বেঙ্গল টাইমসের উপহার— মহালয়া সংখ্যা। এর আগেও নানা সময়ে বেঙ্গল টাইমসের ই ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। কখনও পুজোয়, কখনও বড়দিনে, কখনও দীপাবলিতে। কখনও ভ্রমণের ওপর।
এবার থেকে সেই ই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে। আপাতত মাসে দুবার। জানুয়ারি থেকে মাসে চারবার। প্রতি সপ্তাহেই শনিবার অথবা রবিবার প্রকাশিত হবে এই বিশেষ ই ম্যাগাজিন। আপাতত এই ই ম্যাগাজিনটি পড়ুন।
প্রচ্ছদের এই ছবিতে ক্লিক করুন। পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। মনের মতো লেখাটি পড়ে ফেলুন। ভাল লাগলে, অন্যদের মধ্যে শেয়ারও করতে পারেন।