দিল হ্যায় কি মানতা নেহি

সব্যসাচী কুণ্ডু

ভেবেছিলাম আপনার সিনেমা আর দেখব না ।“দঙ্গল” এলে বয়কট করব। সব প্রতিবাদীর মতো আমিও আমার স্মার্ট ফোন থেকে স্ন্যাপডিলকে আনইনস্টল করে দিয়েছি। ভেবেছিলাম, ফেসবুক আর ট্যুইটার থেকেও আপনাকে বাদ দিয়ে দেব। কিন্তু সত্যি বলছি স্যার, “দিল হ্যায় কি মানতা নেহি”।
ভাবলাম এই কঠিন সময়ে আপনার পাশে থাকাই ফ্যান হিসাবে আমার কর্তব্য। এর আগেও আপনাকে নিয়ে যখনই কোনও সমালোচনা হয়েছে, তখনও আপনার পাশেই ছিলাম। সাথেই ছিলাম। এবারেও অন্যথা হবে না।

amir khan2
তবে কী জানেন, এবারের সমস্যাটা একটু অন্যরকম। সেদিন অনুষ্ঠানে আপনি যা যা বলেছেন তার সাথে আমাদের দেশের মান সম্মানও জড়িয়ে ছিল। আপনার অন্ধ ভক্ত হয়েও বলছি, সেদিন আপনি পুরোপুরি সঠিক কথা বলেননি। দেশ ছাড়ার কথা বলে আপনি ঠিক করেননি। আপনি তো জানেন দেশে এর আগেও অনেক ঘটনা ঘটেছে কিন্তু তখন কেউ অসহিষ্ণুতা নিয়ে এত হই চই করেনি, কেউ দেশ ছাড়ার কথাও বলেনি। কেউ পুরস্কার ফিরিয়েও দেয়নি। কিন্তু হঠাৎ করে আমাদের দেশে এই সব হচ্ছে। যাক সেসব রাজনৈতিক ব্যাপার। কে কী বলছে বলুক, কিন্তু আমরা তো জানি যে আপনি একজন ভারতীয়। আর দেশের কথা আপনিও খুব গভীর ভাবে চিন্তা করেন। তাই এই সব ছোটখাটো রাজনৈতিক সমস্যার জন্য আপনি দেশ ছেড়ে চলে যাবেন তা কখনও হয় নাকি? আর আমরাই বা আপনাকে যেতে দেব কেন ? ভারতবর্ষ আপনার দেশ, আপনার জন্মভূমি। অতীতে কখনও দেশবিরোধীকাজ করেছেন, এমন নজিরও নেই। নিজের মাকে ছেড়ে কোথায় যাবেন ?
আপনি একজন সুপারস্টার, দেশের আইকন। জনসমক্ষে যা বলেন সেগুলি খবরের হেডলাইন হয়ে যায় । তাই কিছু বলার আগে অন্তত আপনার ফ্যানদের কথা একটু ভাববেন। এবার যারা প্রতিবাদ করছে তাদের সবার কি কোনও রাজনৈতিক পরিচয় আছে ? তাঁরা সবাই কি কোনও না কোনওভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ? না স্যার । বেশিরভাগ মানুষ আপনার ভক্ত , আপনাকে ভালবাসে । তাই আপনার কথার সবাই প্রতিবাদ করছে। কেউ কেউ আপনাকে বাহবা দিচ্ছে, আপনাকে সাপোর্টও করছে ।

amir khan3

একটু ভেবে দেখুন, তাদের মধ্যে কিছু মানুষ আপনার প্রকৃত বন্ধু কিন্তু বেশিরভাগ কোনও না কোনও রাজনৈতিক দলের লোক যারা এই সুবর্ণ সুযোগটিকে রাজনৈতিক স্বার্থে সদ্ব্যবহার করতে চাইছে। আর কিছু সাংবাদিক যারা মুখরোচক লেখনী লিখে নিজের প্রতিভা জাহির করতে চাইছে।এরা কিন্তু আপনার ফ্যান নয় আপনার সিনেমাও হয়ত পছন্দ করে না। কাল আপনি হিরোর থেকে জিরো হয়ে গেলেও এদের কিছু যাবে-আসবে না। তাই স্যার, আপনার কাছে আমার বিনীত নিবেদন, দয়া করে সেই কোটি কোটি ফ্যানদের কথা একটু ভাবুন, যারা আপনাকে আমির খান বানিয়েছে। এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন ।কিছু করুন স্যার।
পরিশেষে আপনার আসন্ন সিনেমার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। ভালো থাকবেন , সুস্থ থাকবেন।
ভেবেছিলাম, দেখব না। কিন্তু দেখব। আমার মতো বাকিরাও দেখবে।
ইতি-
আপনার ফ্যান
(সব্যসাচী কুণ্ডু)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.