বছর দশেক আগের কথা। সেবার আমার এক পাড়ার কাকু বইমেলায় কয়েকটা বই কিনতে দিয়েছিলেন। বলেছিলেন, তুমি বই পাঠিয়ে দিও। আমি টাকা পাঠিয়ে দেব। আমি দুদিন বইমেলা গেলাম। কিন্তু বই কিনলাম না। দুটো কারণ, সেই দুদিন আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাছাড়া, ভেবেছিলাম এখনও তো চার–পাঁচদিন বইমেলা চলবে। পরে কোনও একদিন এসে কিনে নেব। কিন্তু তার পর থেকে অফিসের নানা ঝামেলায় আটকে গেলাম। আর বইমেলায় যাওয়াই হল না। ফলে সেই কাকুর বইগুলোও কেন হল না। বাড়ি গেলাম। সেই কাকুকে দেখে কেমন একটা লজ্জা পেলাম।
কী করব বুঝতে না পেরে এড়িয়ে গেলাম। কাকুকে আসতে দেখে, ব্যস্ততার ভান
করে মোটরবাইকে স্টার্ট দিয়ে চলে গেলাম। কাকু হয়ত বুঝতে পারলেন। অথচ,
সত্যি কথাটা বলতে পারলে আর অস্বস্তি থাকত না। এখনও যখন মনে পড়ে, তখন
নিজেকে খুব অপরাধী মনে হয়। এই লেখার মাধ্যমে সেই কাকুর কাছে ক্ষমা
চাইছি।
রাজকুমার মুখার্জি, নাকতলা
(এই বিভাগ কিন্তু একান্তই পাঠকদের জন্য। আপনারাও লিখে পাঠান আপনাদের অনুভূতি। বিশেষ কারও কথা মনে পড়ছে? অতীতের কোনও কাজের জন্য ভুলস্বীকার করতে ইচ্ছে করছে? বলে ফেলুন। দেখুন, অনেক হালকা লাগবে। লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com)