বেঙ্গল টাইমস প্রতিবেদন: কোচবদলের রাস্তায় হাঁটল না মোহনবাগান। সামনের মরশুমেও দলের কোচ থাকছেন শঙ্করলাল চক্রবর্তী। টেকনিক্যাল কমিটি এই সিদ্ধান্তই নিল। তবে পুরো মরশুম থাকবেন কিনা, তা পরিষ্কার নয়। কলকাতা লিগ পেরিয়ে গেলে আই লিগের আগে অন্য কোচ আনা হতেই পারে। এমনকী ক্লাব যদি আই এস এলে খেলার ছাড়পত্র পায়, তাহলেও শঙ্করলালের মাথার ওপর অন্য কাউকে বসানো হতেই পারে।
Categories
খেলা