অভিযান শুরু হয়েছিল সেই সাত বছর আগে। সেবার কিছুটা হঠাৎ করেই আত্মপ্রকাশ করেছিল বেঙ্গল টাইমসের পুজো সংখ্যা। মাত্র তিনদিনের চেষ্টায় জন্ম নিয়েছিল একশো পাতার ওপর সেই সংকলন।
এই সাত বছরে বেঙ্গল টাইমসের যাত্রাপথ নানা বৈচিত্র্যে ঠাসা। কখনও চড়াই, কখনও উতরাই। কখনও ঝড় তুলেছে। কখনও ঝিমিয়ে পড়েছে। কিন্তু পুজো সংখ্যায় কখনও বিরাম পড়েনি। সে প্রতিবার ঠিক হাজির হয়ে গেছে।
এবারও তাই। এখন তো জুলাই থেকেই পুজো সংখ্যা বাজারে হাজির হয়ে যায়। কিন্তু বেঙ্গল টাইমসের এত তাড়াহুড়ো নেই। সে আসে পুজোর গন্ধ গায়ে মেখে। সে আসে মহালয়ার আশেপাশে।
এবারের পুজো সংখ্যাতেও সাহিত্য থেকে বিনোদন, খেলা থেকে রাজনীতি, ফিচার থেকে ভ্রমণ— সব উপাদানই রয়েছে। চেষ্টা হয়েছে নতুন লেখকদের আরও বেশি করে সুযোগ দেওয়ার। সীমিত প্রিন্ট ভার্সান হয়ত অনেক পাঠকের কাছেই পৌঁছবে না। তাই রইল পিডিএফ ফাইলও।
ইচ্ছে করলেই ডাউনলোড করে পড়তে পারবেন।
১) নিচের পিডিএফ লিঙ্কেও ক্লিক করতে পারেন।
২) নিচে প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন।
পড়ুন। মতামত দিন। বেঙ্গল টাইমসকে আরও উৎসাহিত করুন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/09/PUJO-SANKHYA-pdf.pdf