বেঙ্গল টাইমস। গত ছ’বছর ধরে বাংলার বিকল্প কণ্ঠস্বর। দৈনন্দিন খবরের ভিড়ে একটু ভিন্ন স্বাদ। অসংখ্যা পোর্টালের ভিড়ে একটু অন্য আঙ্গিক।
রাজনীতি, সাহিত্য, খেলা, বিনোদন, ভ্রমণ। সেইসঙ্গে নানা আকর্ষণীয় স্পেশ্যাল ফিচার ও নিয়মিত বিভাগ। কিছু লেখা থাকে আমন্ত্রিত। পাশাপাশি কিছু লেখা নেওয়া হয় পাঠকদের দিক থেকে। অর্থাৎ, পাঠকের সামনেও থাকছে লেখক হয়ে ওঠার সুযোগ।
ওয়েবসাইটের পাশাপাশি সমানতালে চলছে ই–ম্যাগাজিন। আপাতত মাসে দুটি। নতুন বছর থেকে মাসে চারটি করে, অর্থাৎ প্রতি সপ্তাহে এই ই ম্যাগাজিন প্রকাশ করার ইচ্ছে রয়েছে। ই–ম্যাগাজিনকে আরও সমৃদ্ধ ও আরও আকর্ষণীয় করে তোলার ভাবনা রয়েছে। এখন চলছে তারই প্রস্তুতি পর্ব।
বেঙ্গল টাইমসের এই অভিযানে চাইলে আপনিও সামিল হতে পারেন। আপনিও আপনার মৌলিক লেখা পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়। ১) গল্প, ২) অণু গল্প, ৩) ভ্রমণ, ৪) খেলা, ৫) সিনেমা, ৬) স্পেশ্যাল ফিচার।
এছাড়াও স্মৃতিটুকু থাক, ওপেন ফোরাম, চিঠিচাপাটি, আহারে বাহারে— এইসব নিয়মিত বিভাগেও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। আগের ই–ম্যাগাজিনগুলি পড়ুন। তাহলেই পত্রিকার চরিত্র সম্পর্কে একটা ধারণা তৈরি হবে।
১) লেখা পাঠান ইউনিকোডে। প্লিজ, পিডিএফ পাঠাবেন না।
২) লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর জানাবেন।
৩) লেখা মনোনীত হলে ই মেল বা হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হবে।
৪) ফোন করে লেখা প্রকাশের জন্য তদ্বির করবেন না।
৫) পাতার সংখ্যা সীমিত। তাই খুব দীর্ঘ লেখা পাঠাবেন না।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com