প্রায় ৬ মাস গৃহবন্দি। অনেকেই হাঁপিয়ে উঠেছেন। হয়ত ইচ্ছে করছে সমুদ্র বা পাহাড়ে যেতে। কিন্তু সংক্রমণের আশঙ্কায় অনেকেই বেরোতে পারছেন না।
কেউ হয়ত ঝুঁকি নিয়ে বেরিয়েও পড়েছেন। এখান ওখান থেকে ছোটখাটো সফর সেরেও এসেছেন। ফেসবুকে ছবি ছাড়ছেন। কেউ কেউ ছোটখাটো ভ্রমণ বৃত্তান্তও লিখছেন।
লকডাউনের বেড়ানো নিয়ে আলাদা একটা সংখ্যা হতেই পারে। যাঁরা ঘুরে এলেন, তাঁরাও লিখতে পারেন। যাঁরা ঘুরতে যেতে পারেননি, কিন্তু মানস–ভ্রমণ সেরে ফেললেন, তাঁরাও লিখতে পারেন।
মন খারাপের মাঝেও মন ভাল রাখার উপাদান ছড়িয়ে থাকুক সেইসব লেখায়। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়।
ই মেল:
bengaltimes.in@gmail.com