দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছিল হেমন্ত বিশেষ সংখ্যা। শতবর্ষে কিংবদন্তী শিল্পীকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। বেঙ্গল টাইমসে এবার প্রকাশিত হবে নতুন ই ম্যাগাজিন। এবার কিংবদন্তী চিকিৎসক ও বাংলার নব রূপকার বিধানচন্দ্র রায়ের স্মরণে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় লেখা। বিধান রায়ের চিকিৎসক ও প্রশাসক জীবনের অনেক না জানা কথা তুলে ধরা হবে নানা আঙ্গিক থেকে।
সেই বিশেষ সংখ্যার প্রস্তুতির কাজ চলছে। চাইলে পাঠকেরাও লেখা পাঠাতে পারেন। তবে উইকিপিডিয়া দেখা রচনা নয়। কোনও একটি বিশেষ দিককে তুলে ধরে ভিন্ন স্বাদের লেখা। এছাড়া রাজনীতি, সাহিত্য, খেলা, সিনেমা, ভ্রমণের মতো আকর্ষণীয় বিভাগগুলিও থাকছে।