বেঙ্গল টাইমস প্রতিবেদন:
পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কয়েকদিন পরেই বেজে উঠবে মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র–র কণ্ঠে সেই মহালয়া কে না শুনেছি!
কিন্তু আরও একটি মহালয়া হয়েছিল আকাশবাণীতে। সেবার আকাশবাণী উত্তম কুমারকে দিয়ে মহালয়ার চণ্ডীপাঠ করিয়েছিল। সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কেমন ছিল উত্তম–হেমন্তর সেই যুগলবন্দী? তেমন সফল হয়নি। অনেক বিরূপ সমালোচনাও হয়েছিল। পরে আকাশবাণী পুনরায় বীরেন্দ্রকৃষ্ণর মহালয়া বাজিয়েছিল।
কিন্তু চাইলেই উত্তম কুমারের রেকর্ড করা সেই মহালয়া শুনতে পারেন। এখানে দেওয়া হল ইউটিউব লিঙ্ক। মহানায়কের ছবিতে ক্লিক করলেই সেই লিঙ্ক ওপেন হয়ে যাবে। হাতে একটু সময় থাকলে সেই মহালয়া এই ফাঁকে শুনে নিতে পারেন।