ইংরেজি শেখার দশটি সহজ উপায়

সংহিতা বারুই

ইংরাজি নিয়ে আমাদের অনেকেরই ভীতি রয়েছে। বিশেষ করে আমরা যাঁরা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি। আমরা সরকারকে গালমন্দ করে নিজেদের অক্ষমতা এড়াতে চাই। কথায় কথায় বলে বসি, বামফ্রন্ট সরকার ইংরাজি তুলে দিয়ে একটা জেনারেশনকে শেষ করে দিল। প্রাথমিকে ইংরাজি রইল কী রইল না, তার উপর কি আমাদের ইংরাজি শেখা না শেখা নির্ভর করে?‌ ওয়ান থেকে না থাকুক, ফাইভ থেকে তো ছিল। কতটুকু শিখতে পেরেছি?‌ আসল কথা হল, শেখার সময় শিখিনি। তাই এখন অন্যকে দোষারোপ করে পালানোর রাস্তা খুঁজি। অথচ, ইংরাজি বলা খুব কি কঠিন?‌ একটু চেষ্টা করলেই আয়ত্ব করা যায়।

১)‌ অতীতে যা হয়ে গেছে, ভুলে যান। মনে করুন, আজ থেকেই আপনার শিক্ষা শুরু হচ্ছে।
২)‌ শুরুতেই হীনমন্যতা ঝেড়ে ফেলুন, আপনিও পারবেন, এই বিশ্বাস নিজের ভেতর নিয়ে আসুন। মনে মনে বলুন, পারতেই হবে।
৩) কতদিন লাগতে পারে?‌ সময় নিয়ে হতাশ হবেন না। শুরুতেই মাথায় রাখুন, একমাসে যা শিখবেন, দু মাসে তার থেকে বেশি কিছু শিখবেন, তিন মাসে আরও বেশি। এভাবে এগিয়ে চলুন।
৪)‌ রোজ সকালে অন্তত আধঘণ্টা ইংরাজি কাগজ পড়ুন। যে ধরনের খবরে আপনার আগ্রহ, সেগুলোই পড়ুন। আপনার যদি খেলায় আগ্রহ থাকে, তাহলে খেলার খবরই পড়ুন। যদি সিনেমা বা রাজনীতিতে আগ্রহ থাকে, তাও পড়তে পারেন।

pranab babu3
৫)‌ যেটা পড়লেন, সেটা আবার পড়ুন। কাছে কেউ না থাকলে জোরে জোরে পড়ুন।
৬)‌ সম্ভব হলে যেটা পড়ছেন, মোবাইলে রেকর্ড করে নিন। তারপর বাসে যেতে যেতে কানে ইয়ারফোন নিয়ে শুনুন।
৭)‌ সকালে যেটা পড়লেন, সেটা রাতে আরও একবার বা দুবার পড়লে কেমন হয়?‌
৮)‌ অফিসে কাজের ফাঁকে কিছু ইংরাজি সাইট ঘাঁটুন। বাংলা চ্যানেলের বদলে যদি কিছুক্ষণ ইংরাজি চ্যানেল শোনেন, মন্দ হয় না।
৯)‌ শুধু পড়লেই তো হবে না। বলতেও হবে। কোনও ভাল বন্ধু নেই?‌ যে আপনার ইংরাজি শুনে হাসবে না, এমন কারও সঙ্গে প্র‌্যাকটিস করুন। অফিসেও হতে পারে, বাড়িতেও হতে পারে, ফোনেও হতে পারে।
১০)‌ আরও একটা দারুণ উপায় আছে। প্রণব মুখার্জির ভাষণ ডাউনলোড করে নিন। ইংরাজি যে এত সহজে বলা যায়, তাঁর বক্তৃতা শুনতে বুঝতে পারবেন। নানা বিষয়ে তাঁর বক্তৃতা শুনুন। মনে হবে, বাংলাই শুনছেন। এটা কিন্তু ইংরাজি শেখার ভাল পন্থা হতে পারে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.