বেঙ্গল টাইমস প্রতিবেদন
এই বাংলায় তিনি আবার কবে ফিরবেন, জানা নেই। মৌলবাদীদের ফতোয়ায় রাজ্য ছাড়তে হয়েছিল। তসলিমা নাসরীন আপাতত দিল্লিতে। বাকি জীবনটাও ভারতেই কাটাতে চান।
কলকাতা মেডিক্যাল কলেজে মরণোত্তর দেহদান করেছিলেন। কিন্তু যেহেতু অদূর ভবিষ্যতে আর কলকাতায় ফেরার সম্ভাবনা নেই, তাই ফের একবার দেহদানের অঙ্গিকার করলেন। এবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমস)।
তসলিমা নিজে একজন ডাক্তার। বিজ্ঞানমনষ্কতা নিয়ে অনেক লেখালেখি করেছেন। ব্যক্তিগত জীবনেও গোঁড়ামি থেকে দূরেই থাকেন। মরণোত্তর দেহদানের স্বপক্ষে আগেও অনেক লেখালেখি করেছেন। আবার সেই চেতনার ছাপ রাখলেন। তিনি দেহদানে অঙ্গিকার করায় দেহদান আন্দোলন একটু হলেও বাড়তি প্রচার পেল।
তসলিমার লেখা না পড়েই যারা কলকাতা অচল করে দিয়েছিলেন, প্রায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিলেন, সেই ইদ্রিশ আলিরা কি কিছু শিখলেন!