বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কোথায় যাবেন পেলে ? বেচারা ফুটবল সম্রাট, নিজেও ঠিকঠাক জানেন না। ববি হাকিমের পুজো কোথায় হয়, অরূপ বিশ্বাসের পুজোর জাঁকজমকই বা কেমন, কোনওকিছুই তাঁর জানার কথা নয়। কিন্তু উদ্যোক্তাদের পাল্লায় পড়ে এসবও জানতে হচ্ছে।
দিন কয়েক আগেই শুভেচ্ছা জানাতে হয়েছিল চেতলা অগ্রণীর পুজোকে। এখনও পর্যন্ত যা খবর, সোমবার চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেলে যাওয়ার কথা ফুটবল সম্রাটের। অনেক আগে থেকেই উদ্যোক্তাদের বলে রেখেছেন ববি হাকিম।
অনেকটা দেরিতেই আসরে নেমেছেন অরূপ বিশ্বাস। মদন মিত্র জেলে থাকায় তিনিই আপাতত অস্থায়ীভাবে ক্রীড়ামন্ত্রকের দায়িত্বে। মারাদোনা যখন এসেছিলেন, তখন তাঁকে আগলে রেখেছিলেন তখনকার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী।মেসি যখন এলেন, তখন প্রায় বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিলেন মদন মিত্র (তাঁর নিজেরই দাবি, মেসি তাঁর খুব ভাল বন্ধু।কোন ভাষায় কথা হত, সেই প্রশ্ন না তোলাই ভাল)। এবার অরূপ বিশ্বাসের কোনও ভূমিকা থাকবে না?
শোনা যাচ্ছে, তিনিও নাকি সুরুচি সঙ্ঘের পুজোতে পেলেকে নিয়ে যেতে চান। উদ্যোক্তাদের বোঝাচ্ছেন, অন্তত একটি বারের জন্য পেলেকে যেন সুরুচি সঙ্ঘের পুজোতে নিয়ে যাওয়া হয়। তিনদিন শহরে থাকছেন পেলে। এখনও পর্যন্ত তাঁর সূচিতে সুরুচি সঙ্ঘ নেই। তবে ঢুকে পড়তেই পারে।