গৃহবন্দি! হেঁটে আসুন স্মৃতির সরণি বেয়ে

দেশজুড়ে চলছে লকডাউন। শুধু দেশ কেন, সারা বিশ্বই কার্যত গৃহবন্দি। এই সময়ে সবার সামনেই অখণ্ড অবসর। টিভিতে সারাক্ষণ করোনা বার্তা। এসব শুনে মন ভারাক্রান্ত হয়ে যাওয়ারই কথা। তার থেকে এই সময়টা যদি একটু অন্যভাবে কাজে লাগানো যায়, কেমন হয়! বেঙ্গল টাইমসের বিভিন্ন প্রতিবেদনে করোনার চর্বিত চর্বন ইচ্ছে করেই বর্জন করা হচ্ছে। তার থেকে মনকে যদি একটু অন্যদিকে ব্যস্ত রাখা যায়, সেটাই ভাল। তাই বেঙ্গল টাইমসের বিভিন্ন হালকা স্বাদের যে ফিচার, সেগুলি বেশি করে আপলোড করা হচ্ছে। এমনকী পাঠকদের অংশগ্রহণ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অনেক স্মৃতি জমে থাকে। না বলা কথা হয়েই থেকে যায়। ছেলেবেলার কোনও বন্ধুর কথা মনে পড়ছে ? কোনও মাস্টারমশাই বা আত্মীয়দের কথা মনে পড়ছে ? কোনও সুখস্মৃতি ভাগ করে নিতে চান ? অতীতের কোনও ঘটনার জন্য কারও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ? কোনও যন্ত্রণার কথা বলে একটু হালকা হতে চান ? কারও কাছে দুঃখপ্রকাশ করতে চান ?

smriti6

বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ – স্মৃতিটুকু থাক। এটি মূলত পাঠকের মুক্তমঞ্চ।শুধু লেখক বা সাংবাদিক নয়, আপনিও লিখতে পারেন আপনার না বলা কথা। টুকরো টুকরো স্মৃতি ভাগ করে নিতে পারেন পাঠকদের সঙ্গে।  অকপটে নিজের নানা অনুভূতির কথা লিখে জানাতে পারেন। নির্বাচিত লেখাগুলি প্রকাশিত হবে বেঙ্গল টাইমসে। শব্দ সংখ্যা ১৫০ থেকে ২৫০ ।
লেখা পাঠানোর ঠিকানাঃ bengaltimes.in@gmail.com

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.