বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ একেবারে আড়াল থেকেই কাজ করে এসেছেন। তাই তেমন পরিচিত মুখ নন দিলীপ ঘোষ। টিভির বিতর্ক থেকে দলের জনসভা- প্রায় কোথাও দেখা যায়নি এই মানুষটিকে।অথচ, তিনিই হয়ে গেলেন বিজেপি-র রাজ্য সভাপতি।
বয়স ৫১ বছর। জন্ম, বেড়ে ওঠা ঝাড়গ্রামে। ছোট থেকেই আর এস এসের সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র ২০ বছর বয়স থেকে সংঘের প্রচারক। দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয়েছে। আর এস এসের বিভিন্ন ইউনিটে কাজ করার অভিজ্ঞতা আছে। হিন্দু জাগরণ মঞ্চের কাজ করার জন্য বিয়ে করেননি।
তাঁর নাম গত একমাস ধরেই ভেসে উঠছিল। তিনি যে নতুন সভাপতি হচ্ছেন, এই বার্তা ছড়িয়ে গিয়েছিল নানা মহলে। কিন্তু একেবারে আনকোরা কোনও মুখকে সামনে আনা হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা জল্পনা ছিল। অবশেষে তাঁকেই দায়িত্ব দেওয়া হল। নতুন সভাপতি বলেন, এতদিন রাহুলদা দল সামলেছেন। দলের ব্যাপারে তাঁর অনেক অভিজ্ঞতা। তাঁর পরামর্শ নিয়েই কাজ করব। কোনও আলাদা গোষ্ঠী হিসেবে নয়, সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।