বেঙ্গল টাইমস প্রতিবেদন:
নতুন চ্যাম্পিয়ন পেল আই লিগ। শেষ রাউন্ডের লড়াইয়ে খেতাব চলে গেল মিনার্ভা পাঞ্জাবের ঘরে। জেসিটি–র পর এই প্রথম পাঞ্জাবের কোনও দল আই লিগ পেল।
অঙ্কের হিসেবে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল মিনার্ভা। শেষ ম্যাচে তারা জিতলে তারাই চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে আর কোনও অঙ্কের দরকার হবে না। কিন্তু তারা হারলে বা ড্র করলে অনেক জটিল সমীকরণ তৈরি হতে পারত। আরও তিনটি দলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খুলে যেত। সেই জটিল অঙ্কের দরকার হয়নি। চার্চিলকে সরাসরি ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মিনার্ভা।
শুরুতেই গোল পেয়ে যায় পাঞ্জাবের এই দলটি। কিন্তু শেষ বাঁশি পাওয়া পর্যন্ত ওই একটিই গোল। তাই সারাক্ষণ একটা অনিশ্চয়তার আবহ তাঁড়া করেছে। ১৮ ম্যাচের মধ্যে ১১ টি জয়, ২ টি ড্র। পয়েন্ট ৩৫।
আই লিগের নতুন চ্যাম্পিয়ন মিনার্ভা
