(এই ঠান্ডায় স্নান! পাগল নাকি? রবীন্দ্রনাথ থেকে তৃণমূল। স্নান সম্পর্কে কার কী মতবাদ? তারই এক কাল্পনিক কোলাজ। )
রবীন্দ্রনাথ ঠাকুর
(এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে,
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে’
নজরুল
চল চল চল
মাথায় দু ফোঁটা ছিটিয়ে জল,
গা ভিজে তোয়ালেয় মুছে বল
ঢেলেছি আমি অনেক জল
চল চল চল।
শংকরাচার্য
লেপই একমাত্র সত্য, বাকি সব মায়া।
যীশু
যে তোমায় স্নান করতে বলে, তার প্রতি বিরূপ হয়ো না। জিঘাংসা পোষণ করো না মনে। তাকেই বরং ধরে ঠান্ডা জলে চুবিয়ে দাও।
রামকৃষ্ণ
তোমাদের শীতকালে স্নান না করার চৈতন্য হোক।
বিবেকানন্দ
স্নানে ঘৃণা, লেপে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ইশ্বর।
আব্রাহাম লিংকন
শীতকালে স্নান হচ্ছে জনগনের জন্য জনগনের দ্বারা জনগনের কষ্ট।
সত্যেন্দ্রনাথ দত্ত
কোন বাথরুমে বলতো জল . সকল বাথরুমের চেয়ে ঠান্ডা
কোন বাথরুমে গায়ে পড়লে জল
ইচ্ছে হয় ধরে দিই ডান্ডা?
মার্ক্স
শীতকালে পুরুষদের হারাবার কিছুই নেই, স্নান করার ইচ্ছেটি ছাড়া। জয় করার জন্য পড়ে আছে পুরো লেপের তলা।
লেনিন
শীতকালে স্নান হচ্ছে বাঁদরামির চরম পর্যায়।
মাও
জ্যাকেট, সোয়েটার ও মাফলার দিয়ে শরীর ঘেরো। এটাই প্রতিক্রিয়াশীল শীতকে পরাজিত করার একমাত্র উপায়।
গান্ধী
শীতকালে স্নান না করা পরম ধর্ম।
যুক্তিবাদী প্রবীর ঘোষ
শীতে স্নান হচ্ছে ক্যানসারের চেয়েও মারাত্মক। পারমানবিক বোমার চেয়েও ধ্বংসকারী। একে জয় করতে না পারলে পুরুষদের শীতে আরামের স্বপ্ন অধরাই থাকবে।
এবার রাজনৈতিক দলগুলির বক্তব্য-
সি.পি.এম
স্নান না করা আমাদের ভিত্তি, গায়ে বোঁটকা গন্ধ আমাদের ভবিষ্যত।
তৃণমূল
শীতে যদি কেউ স্নান করতে বলে, তবে তাকে বোম মারুন। ঘরে ছেলে ঢুকিয়ে দিন।
বি.জে.পি
শীতে স্নান করার কথা ভাবাও দেশদ্রোহিতা। যাদবপুরের কালচার। এদের ধরে ধরে গ্রেপ্তার করা উচিত।
এস.ইউ.সি.আই
সেই কবেই শিবদাস ঘোষ বলে গেছেন শীতকালে স্নান চরম প্রতিক্রিয়াশীল কাজ। সি.পি.এমের পুঁজিবাদ তোষণের মত শীতে স্নানও পরম ঘৃণ্য। একে সর্বতোভাবে বয়কট করুন।…………….
(সংগৃহীত)