বেঙ্গল টাইমস প্রতিবেদন: আপাতত তিনি ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর। এ লাইসেন্স নেই। ফলে সরাসরি কোচ হওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। তাই খালিদ জামিলকেই কোচ রেখে সুভাষ ভৌমিককে টিডি করা হল।
তবে এটা শুধু সুপার কাপের কথা ভেবে নয়। ক্লাবের একটি সূত্রের দাবি, সামনের মরশুমের কথা ভেবেই আসিয়ানজয়ী কোচকে ফিরিয়ে আনা হল। কোচিং থেকে কিছুটা দূরে থাকলেও ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছেন। আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে যতটা ওয়াকিবহাল, দেশীয় ফুটবল সম্পর্কেও ততটাই খোঁজ রাখেন। দলের কোন ফুটবলার কী অবস্থায় আছেন, সমস্যাগুলো কী কী, তা বেশ ভালই বোঝেন। তাই মরশুমের শেষপর্বে দায়িত্ব নিলেও একেবারে শূন্য থেকে শুরু করতে হবে না।
আপাতত সামনে সুপার কাপ। সেখানে ফল যাই হোক, এখন থেকেই সামনের মরশুমের দল গড়ার ভাবনাও আছে। আর সেই কাজে ব্যবহার করা হবে অভিজ্ঞ এই কোচকে।