জীবন থেমে থাকে না। সে এগিয়ে চলে নিজের গতিতেই।
পুজো সংখ্যার রেশ কাটতে না কাটতেই এবার হাজির দীপাবলি সংখ্যা। ছাপা হরফের পুজো সংখ্যা এবার ছিল বাড়তি আকর্ষণ। রাজনীতি, খেলা, সাহিত্য, সিনেমা সর্বত্রই নানা ঘটনাপ্রবাহ থাকবে। বিতর্ক থাকবে। সেগুলোকে সীমিত পরিসরে একটু ছুঁয়ে দেখা।
পাশাপাশি পুরনো কিছু নস্টালজিয়াকে একটু উস্কে দেওয়া। কিছু পুরনো বিভাগের পাশাপাশি কিছু নতুন বিভাগকেও শামিল করার একটা চেষ্টা। স্বল্প পরিসরে, স্বল্প সময়ে আবার ডানা মেলল বেঙ্গল টাইমস। সেই উড়ানে আপনাদেরও সাদর আমন্ত্রণ।
দীপাবলি সংখ্যা আপলোড করা হল। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারবেন। দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানেও ক্লিক করতে পারেন।
নিচে, কভারের ছবিতে ক্লিক করলেও খুলে যাবে বেঙ্গল টাইমসের ই ম্যাগাজিন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/07/BENGAL-TIMES-DIPABALI-SANKHYA.pdf