শুভেন্দু মণ্ডল
টিকিটের জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না । খুচরো নিয়ে কাউন্টারের ওপারে আর এপারে ঝামেলাও হবে না।
অসংরক্ষিত টিকিট কাটতে ভারতীয় রেল নিয়ে এল ‘UTS’ নামে নতুন মোবাইল অ্যাপ্ । এই অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটা যাবে। এমনকি লোকাল ট্রেনের টিকিটও কাটতে পারবেন। ফলে আর কাগজের টিকিট কাটার প্রয়োজন নেই। অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর যাত্রী সফট কপি পেয়ে যাবেন তাঁর মোবাইলে। অর্থাৎ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সমস্যা থেকে এবার মুক্তি !
যাত্রীদের বিরাট অংশের অভিযোগ ছিল, আমরা টিকিট কেটেই ট্রেনে উঠতে চাই। কিন্তু বিরাট লম্বা লাইনে দাঁড়াতে হয় সময় যেমন নষ্ট হয়, তেমনি ট্রেন মিস করার আশঙ্কাও থাকে। তাই অনেক সময় টিকিট না কেটেই উঠে পড়তে হয়।
গুগল অ্যাপ স্টোর থেকে ‘UTS’ নামক অ্যাপটি ডাউনলোড করলেই কেল্লা ফতে ! টিকিটের মূল্য যাত্রী অনলাইনে ই-ওয়ালেট মোবাইল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে দিতে পারবেন। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যাত্রীরা ই-ওয়ালেটে ‘টপ-আপ’ করতে পারবেন। যাঁরা মোবাইল বা ব্যঙ্কিংয়ের ক্ষেত্রে ততখানি স্বচ্ছন্দ নন, তাঁরা টিকিট কাউন্টারেও ই-ওয়ালেট ‘টপ-আপ’ করতে পারবেন।
তবে এই মূহুর্তে চেন্নাই ও মুম্বই শহরতলির ষ্টেশনগুলির জন্যই যাত্রীরা এই পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন।, পরবর্তীকালে আরও কিছু বড় স্টেশন। এই ভাবে দেশের নানা প্রান্তেই এই পরিষেবা পাওয়া যাবে।