প্রতিবার তাঁর জন্মদিন কিছুটা নিঃশব্দেই পেরিয়ে যায়। পয়লা মে এলেই বাঙালি ছুটির আমেজে চলে যায়। পরের দিন, অর্থাৎ ২ মে খবরের কাগজ থাকে না। ফলে, সত্যজিৎ রায়ের জন্মদিনটা আর খেয়ালই থাকে না।
তাছাড়া, মে মাস সময়টাও বড় অদ্ভুত। হয় লোকসভা, নয় বিধানসভা, নইলে পঞ্চায়েত— কোনও না কোনও ভোট লেগেই থাকে। এবার ভোট নেই ঠিকই, কিন্তু আছে যুদ্ধের দামামা। বড়জোর টিভিতে দু–একটা পুরনো সিনেমা, ফেসবুকের বিভিন্ন ওয়ালে কয়েকটা ছবি।
বেঙ্গল টাইমসের উদ্যোগে কিংবদন্তি পরিচালককে নানা আঙ্গিক থেকে তুলে ধরার ছোট্ট প্রয়াস। তাঁর স্মরণে বিশেষ ই–ম্যাগাজিন। আপলোড করা হল। ডাউনলোড করলেই সহজে পড়া যায়। দেওয়া হল ওয়েব লিঙ্ক। এখানে ক্লিক করলেও পড়তে পারবেন।