বেঙ্গল টাইমস প্রতিবেদন: আবার মোহনবাগান সভাপতির পদে ফিরে আসছেন টুটু বসু। দীর্ঘদিন তিনি ক্লাবের সভাপতি ছিলেন। কিন্তু এবারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন সচিব পদে। মোহনবাগানে সভাপতি নির্বাচন হয় না। নির্বাচিত কর্মসমিতি সভাপতি বেছে নেয়। বেছে নেওয়া হয়েছিল প্রবীণ আইনজীবী গীতানাথ গাঙ্গুলিকে।
তাঁর মৃত্যুর পর আপাতত সভাপতির পদ শূন্য। বাইরে থেকে হেভিওয়েট কাউকে আনা হচ্ছে না। সচিব টুটু বসুকেই হয়ত ফের সভাপতি করা হবে। সেক্ষেত্রে সচিব হয়ে যাবেন সৃঞ্জয় বসু। বাবা সভাপতি, ছেলে সচিব। পরিবারতন্ত্র আরও জাঁকিয়ে বসবে মোহনবাগানে।