বেঙ্গল টাইমস। শীত সংখ্যা প্রকাশিত

MergedFile

নতুন বছরের শুরুতেই বেঙ্গল টাইমসের শীত সংখ্যা প্রকাশিত। পুজোর আগে থেকেই পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ই ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। এবার প্রতি সপ্তাহেই এই বিশেষ সংখ্যা। প্রাথমিকভাবে শনি অথবা রবিবারই প্রকাশের দিন ধার্য হয়েছে।
এবারের সংখ্যা কিছুটা পাঁচমিশেলি। প্রচ্ছদকাহিনী শীত নিয়ে হলেও রাজনীতি, ভ্রমণ, বিনোদন, স্পেশাল ফিচারও রয়েছে। আগামী সংখ্যা প্রকাশিত হবে ১১ জানুয়ারি। এই সংখ্যাটিও হবে পাঁচমিশেলি। অর্থাৎ, বিভিন্ন বিভাগ মিলেমিশে থাকবে।
জানুয়ারির শেষ সপ্তাহে শুরু বইমেলা। তাই, ২৫ জানুয়ারি সংখ্যাটিকে বিশেষ বইমেলা সংখ্যা হিসেবে তুলে ধরা হবে। সেবার অধিকাংশ লেখাই থাকবে বইমেলা সংক্রান্ত। এখন থেকেই বইমেলা সংক্রান্ত স্পেশাল ফিচার বা স্মৃতিচারণধর্মী লেখা পাঠিয়ে রাখুন।

 

MergedFile
https://www.bengaltimes.in/Bengaltimes-ShitIssue.pdf

 

(বেঙ্গল টাইমস ই ম্যাগাজিনের ওয়েব লিঙ্ক। এই ছবিতে ক্লিক করলেই খুলে যাবে ই ম্যাগাজিন। )

‌‌‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *