বেঙ্গল টাইমস প্রতিবেদন: নতুন ফেলুদা কে? এখনও ঠিকঠাক সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে ফের যদি ব্যোমকেশের কাছে ফেলুদা হওয়ার ডাক আসে, অবাক হওয়ার কিছু নেই।
এর আগে ব্যোমকেশ থেকে ফেলুদা করতে হাজির হয়েছিলেন আবির চ্যাটার্জি। এবার সম্ভবত যিশু সেনগুপ্ত। যিশু অঞ্জন দত্তর ব্যোমকেশ সিরিজে কাজ করেছেন। কিন্তু অঞ্জন জানিয়ে দিয়েছেন, তিনি আর ব্যোমকেশ করবেন না। সেক্ষেত্রে ফেলুদা হয়ে উঠতে যিশুর সামনে তেমন বাধা নেই।
আবিরকে দিয়ে বাদশাহী আংটি করানোর পরেও ফেলুদা সিরিজের ৫০ বছরে ডেকে আনা হয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। হয়েছিল ডাবল ফেলুদা। আর সব্যসাচীকে ওই চরিত্রে মানাবে না, এমনটাই মনে করছেন পরিচালক সন্দীপ রায়। নাম উঠেছিল অনির্বাণ ভট্টাচার্যর। কিন্তু তাতেও সায় নেই সন্দীপের। সূত্রের দাবি, যিশুকেই তাঁর পছন্দ। সেক্ষেত্রে পরের ফেলুদা হয়ে উঠতেই পারেন যিশু সেনগুপ্ত।।