ভোরেও এবার বাগডোগরার বিমান

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ পর্যটকদের জন্য খুশির খবর। এবার থেকে সকালেও ধরতে পারেন বাগডোগরার উড়ান। বেলা এগারোটার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন দার্জিলিংয়ে।

bagdogra
এতদিন বাগডোগরা বিমানবন্দর চালু হত সকাল এগারোটার পর। ফলে, তার আগে কলকাতা থেকে বিমান ছাড়া সম্ভব হত না। অন্যান্য প্রান্ত থেকেও বিমান ছাড়ত অনেক দেরিতে। এবার সকাল ছটাতেও বিমান ছাড়তে আর কোনও সমস্যা থাকছে না। ফলে, আটটার মধ্যে বাগডোগরা পৌঁছে গিয়ে এগারোটার মধ্যে দার্জিলিং বা ডুয়ার্সে পৌঁছে যাওয়া যাবে।
ফিরে আসার ক্ষেত্রেও সুবিধা। রাতে বাগডোগরা থেকে বিমান ছাড়ার সমস্যা ছিল। বিকেলের মধ্যেই ফিরে আসতে হত। এবার রাতের বিমানেও ফেরা যাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *