বেঙ্গল টাইমস প্রতিবেদন: তৃণমূলের মূলস্রোতে তাঁর আবার ঢুকে পড়া এখন নিছকই সময়ের অপেক্ষা। দলনেত্রীকে প্রণামে সেই ছাড়পত্র এসে গেল। পাঁচ বছর পর মুখোমুখি মমতা–কুণাল।
রাজ্যসভায় আর কয়েকদিনের অতিথি কুণাল। আদালত থেকে ছাড়পত্র পাওয়ার পর মাঝে মাঝেই রাজ্যসভায় যাচ্ছেন। এর–তার সঙ্গে দেখা করছেন। ছবি পোস্ট করছেন। বাকি ছিল শুধু একজন–মমতা ব্যানার্জি। তিনি দিল্লি যেতেই সেই সুযোগটা হাতছাড়া করেননি কুণাল।
সংসদের সেন্ট্রাল হলে দেখা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের সঙ্গে। প্রাথমিক সৌজন্য বিনিময়। তারপর ভাইপোর হাত ধরেই সোজা পিসির কাছে। তৃণমূলের সংসদীয় দলের সেই ঘর তখন ভীড়ে ঠাসা। তার মাঝেই কুণালকে দেখে কার্যত চমকে ওঠেন মমতা। বলে ওঠেন, আরে কুণাল, এসো এসো। কুণাল গিয়ে প্রণাম করলেন। মনে করিয়ে দিলেন, পাঁচ বছর পর তাঁদের দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীও বলেন পাঁচ বছর! দেখতে দেখতেই পেরিয়ে গেল।
ঘরে তখন ভীড়। দলীয় সাংসদরা আছেন। অন্যান্য দলের নেতানেত্রীরা আছেন। তাই বেশি কথাবার্তার সুযোগ ছিল না। এরপর বেরিয়ে আসেন কুণাল। ভবিষ্যতে মূলস্রোতে ফেরার দরজাটা খুলেই গেল।