শচীনের সই করা সার্টিফিকেট থাকবে আপনার বাড়িতে

বেঙ্গল টাইমস প্রতিবেদন:
অনেকেই নিশ্চয় শচীন তেন্ডুলকারের অটোগ্রাফ চান। তাঁর সই নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। পুলিসের তাড়াও খেয়েছেন। কিন্তু আপনার সামনে সুযোগ, শচীনের সই করা সার্টিফিকেট বাড়িতে টাঙিয়ে রাখার।
তেমনই সুযোগ এনে দিচ্ছে সিএবি। ৩ ফেব্রুয়ারি ফ্র্যাঙ্ক ওরেল দিবস। সেই দিন সিএবিতে প্রতিবছরই হয় রক্তদান শিবির। প্রতিবারই কোনও না কোনও দিকপাল ক্রিকেটারের সই থাকে। এবার থাকছে শচীন তেন্ডুলকারের সই।

sachin
অনেকদিন তো রক্ত দেওয়া হয়নি। একটু দিয়েই আসুন। হাতে পাবেন শচীনের সই করা সার্টিফিকেট। গর্ব করে লোককে দেখাতে পারবেন। অন্তত ভিড়ে দাঁড়িয়ে সই নেওয়ার চেয়ে এটা অনেক বেশি গৌরবের।

web-banner-strip

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *