কুণালকে অপছন্দ করুন, বইটা পড়ুন

বইমেলার ডায়েরি

কুণাল ঘোষকে অপছন্দ করেন?‌ করতেই পারেন। সেটা আপনার অধিকার। কিন্তু তাঁর লেখাকে ফুৎকারে উড়িয়ে দেবেন?‌ বলতেই হচ্ছে, আপনি তাঁর লেখা পড়েননি। পেশার তাগিদে, কাগজের গাইডলাইন মেনে লেখা, সে এক জিনিস। অনেককেই লিখতে হয়। কিন্তু যে লেখা একেবারে ভেতর থেকে উঠে আসে, যেটা চাকরির প্রয়োজনে নয়, সেখানেই একজন লেখকের জাত চেনা যায়।

kara o kahini
বইমেলায় নতুন বই নিয়ে হাজির কুণাল ঘোষ। সাংবাদিক কুণাল জীবনে অসংখ্য এক্সক্লুসিভ খবর করেছেন। দেখতে দেখতে বইয়ের সংখ্যাও ১৯ হয়ে গেল। উপন্যাসের হাত কেমন, তারও ছাপ রেখেছেন অনেক আগেই। গত বইমেলায় বেরিয়েছিল বন্দী জীবন। জেল জীবনের খুঁটিনাটি বিষয় উঠে এসেছে বইটিতে। যন্ত্রণার মাঝেও অন্য এক উপলব্ধির ছবি। দেখতে দেখতে পাঁচখানা উপন্যাসও হয়ে গেল।
এবারের উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রে এক নারী। এক মহিলা জেলর। নাম মন্দিরা। তাঁর উঠে আসার, লড়াইয়ের কাহিনীই উঠে এসেছে নতুন উপন্যাসে। নাম কারা ও কাহিনী। বইয়ের নামটি অরবিন্দ ঘোষের কারা কাহিনীর কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু এ সম্পূর্ণ ভিন্নস্বাদের। বইটি প্রকাশ করেছে কিশলয় প্রকাশন। পাওয়া যাবে করুণা প্রকাশনী (‌২৬২)‌, পাতাবাহার (‌৪৩৪)‌, উবুদশ (‌৩২২)‌।
(‌বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— বইমেলার ডায়েরি। চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই। বইমেলার নানা ঘটনা, বিতর্ক যেমন থাকবে। তেমনই থাকবে কিছু স্মরণীয় বইয়ের আলোচনা। পাঠকরাও অংশ নিতে পারেন। নানা অভিজ্ঞতা মেলে ধরতে পারেন। ভাল কোনও বই পড়লে তা নিয়ে আলোকপাত করতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা:‌ bengaltimes.in@gmail.com)

book-banner-strip

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.