রাষ্ট্রপতি হিসেবে কাকে চান?‌

raisina hill

রাষ্ট্রপতি কে হবেন?‌ তা নিয়ে নানা মহলে জোর তৎপরতা। নানা দলের গোপন বৈঠক। কে কার নাম তুলে ধরবে, কে কার নাম হাওয়ায় ভাসিয়ে দেবে, তা ক্রমশ জানা যাবে।
কিন্তু শুধু দলগুলিই ঠিক করবে?‌ আমাদের কি কোনও ভূমিকা নেই?‌ ভোটাধিকার হয়তো নেই। কিন্তু আমরাও তো আমাদের মতো করে আওয়াজ তুলতে পারি।
আপনি কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান?‌ কেন?‌ লিখে পাঠান বেঙ্গল টাইমসে। চেষ্টা করুন অন্তত ২০০ শব্দ লিখতে। নির্বাচিত হলে আপনার লেখা প্রকাশিত হবে বেঙ্গল টাইমসে। নির্ভয়ে নিজের মতামত তুলে ধরুন।

লেখা পাঠানোর ঠিকানা:‌ bengaltimes.in@gmail.com‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *