অদ্ভুত এক আঁধার। একধাক্কায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল। পর্বতপ্রমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা সুপ্রিম কোর্টের রায়ে। এরপরেও আমরা কী উদাসীন। সরকার ব্যস্ত নিজের দায় ঝেড়ে ফেলে অন্যদের ঘাড়ে দায় চাপিয়ে দিতে।
তাই নিয়েই এবারের প্রচ্ছদ কাহিনি। সঙ্গে সাহিত্য, খেলা, বিনোদন, ভ্রমণ–সহ আকর্ষণীয় বিভাগ। ৪০ পাতার ই ম্যাগাজিন। পিডিএফ দেওয়া হল। ডাউনলোড করে দ্রুত পড়ে ফেলুন। সঙ্গে দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করেও পড়তে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2025/04/BENGAL-TIMES.6-APRIL-ISSUE.pdf