বছর দুই আগে। তখন করোনা কাল। পৃথিবীর সব স্পন্দন যেন থমকে ছিল। এমন সময়েই পেরিয়ে গিয়েছিল কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ। তখন টিভি খুললেই করোনা। কাগজ খুললেই করোনা। আর সোশ্যাল মিডিয়া জুড়েও সেই একই আতঙ্ক। সেই আতঙ্কের আবহে বাঙালি জানতেও পারেনি, কখন পেরিয়ে গেল শতবর্ষ।
দু’বছর পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু শতবর্ষ মানে শতবর্ষই। দু’বছর পর সেই রেশ থাকে না। তখন তা নিছক জন্মদিন হয়ে দাঁড়ায়। তবু এদিক–ওদিক কিছুটা স্মৃতিচারণ হচ্ছে। বেঙ্গল টাইমসও তার মতো করে শ্রদ্ধা জানাল কিংবদন্তি সুরকার ও শিল্পীকে। হেমন্ত স্মরণে নানা আঙ্গিক থেকে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় লেখা। পড়ুন, চিনুন অন্য এক হেমন্তকে।
পিডিএফে পুরো ম্যাগাজিনটি আপলোড করা হল। ডাউনলোড করলেই পড়তে পারবেন। অন্যদের শেয়ারও করতে পারবেন।
দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করলেও খুলে যাবে। এমনকী লেখার নীচে প্রচ্ছদের ছবি, সেখানেও ক্লিক করতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/07/BENGAL-TIMES-HEMANTA-ISSUE.pdf