বাংলা ছবির ক্যানভাসে আবার উঠে আসছে অযোধ্যা। না, রাম মন্দিরের সেই অযোধ্যা নয়। পাহাড়, জঙ্গল, লাল মাটির সেই অযোধ্যা। এখানেই চলবে অপর্ণা সেনের নতুন ছবির শুটিং। হদিশ দিলেন সংহিতা বারুই।
একসময় মাওবাদিদের ডেরা বলে চিহ্নিত ছিল অযোধ্যা। আস্তে আস্তে পরিচিতিটা বদলাচ্ছে। পর্যটকের আনাগোনা যেমন বাড়ছে। তেমনি টলিউডেরও অন্যতম গন্তব্য হয়ে উঠছে পুরুলিয়ার এই পাহাড়।
আপাতত অযোধ্যা পাহাড়ই অপর্ণা সেনের ঠিকানা। সেখানেই চলবে তাঁর নতুন ছবির শুটিং। ছবির নাম ঘরে বাইরে আজ। পরিচালক আগেই লোকেশান দেখে গেছেন। অযোধ্যা পাহাড় ও পার্শবর্তী বিভিন্ন এলাকাকে বেছে নিয়েছেন। সূত্রের খবর, ৪ নভেম্বর থেকেই শুটিং শুরু হওয়ার কথা। দিন দশেক এই শুটিং চলবে। ছবিতে আছেন যিশু সেনগুপ্ত।

অপর্ণা ইতিমধ্যেই চলে এসেছেন। বাকিরাও এসে যাবেন। প্রশাসনের দিক থেকেও জোর তৎপরতা। গত কয়েক বছরে বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে এই অযোধ্যায়। পাহাড়, জঙ্গল, ঝর্না, লালমাটি, ল্যান্ডস্কেপ–একসঙ্গে অনেককিছুই পাওয়া যাবে এই অযোধ্যায়। এই ছবিকে ঘিরেও আস্তে আস্তে আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে পর্যটন মানচিত্রেও জায়গাটা আরও কিছুটা উজ্জ্বল হয়ে ওঠার সম্ভাবনা।
