এক মাস আগে পৃথিবীকে ‘আলবিদা’ জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। এই এক মাসে কত ঝড়ঝাপটা বয়ে গেছে বলিউডের ওপর। কত ঝড় উঠছে কত অচেনা অনুরাগীর হৃদয়ে। এক মাস পর সেই দিকে আলো ফেলার চেষ্টা। ধারাবাহিক লেখায় সুশান্ত সিংকে তুলে আনলেন ইন্দ্রাণী রাহা। আজ দ্বিতীয় পর্ব। পরপর সাতদিনে সাত কিস্তি। আপলোড হবে ঠিক সকাল আটটায়। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।
এক বারো–চোদ্দ বছরের ক্লাস সেভেন–এইটে পড়া কিশোরী মেয়েটির কল্পনায় আজ তুমি। গুছিয়ে ভালোবাসতে সে হয়ত জানে না। কিন্তু হুট করে প্রেমে পড়া ব্যপারটা সে একটু একটু অনুভব করে। তাই কিশোরীর প্রথম প্রেমের মতোই তোমার ঐ ভূবনমোহন হাসিটাই দর্শনমাত্র প্রেম বা ফাস্ট সাইট লাভ এর জন্য।
The melted butter smile is just alike the the first sight love of a Teenage girl.
তোমার হাসি, পাতলা ঠোঁটের বিস্তৃতি, যাতে স্পষ্ট দেখা যায় তোমার বাঁ দিকের ভ্যাম্পায়ার টিথ্টা একটু বড়।
অনেকেই গজ দাঁত ভেবে ভুল করে। ভ্যাম্পায়ার টিথ্ কাকে বলে জানো! মানুষের উপর পাটি দাঁতের সারিতে, সামনের দাঁত দুটি থেকে দুপাশে সরে গেলে তিন নম্বর দাঁতটি অনেকেরই একটু লম্বা–সূচালো হয়ে থাকে।
সেই কিশোরী মেয়েটি চমকে ওঠে, যখন দেখে তোমার নিচের পাটির সামনের দ্বিতীয় দাঁত দুটি ভেতরে ঢুকে গেছে, নিয়ম ভেঙে। মেয়েটি তখন কল্পনায় তোমার চোখে চোখ রাখে, তোমার চোখ দুটি কোনের খুব বড় নয়। কিন্তু শেষ কোন দুটি একটু টানা। হাসলে তোমার চোখ ছোট হয়ে যায়। দুই ভ্রু-র মাঝে ডানদিক ঘেঁষে আড়াআড়ি ভাবে আছে একটা কাটা দাগ। তার খুব জানতে ইচ্ছে করে, কী করে আঘাত পেয়েছিলে!
তোমায় দেখে মিল খোঁজা বা তোমার সিনেমা দেখে নিয়ম ভাঙা-গড়ার কাল্পনিক খেলায় তুমি বেঁচে আছো তার মনের অতলে। তাই কোনও এক রবিবার তোমার নিথর হয়ে যাওয়া শরীরটা দেখে সে আঁতকে উঠেছিল, ভয় পেয়েছিল।
সেই ভয়ে আঁতকে ওঠার কষ্ট ভোলা যায় না, যাবেও না।
তাই প্রতিবাদ নয়, প্রতিশোধ চাই।
(তৃতীয় কিস্তি বৃহস্পতিবার, সকাল আটটায়)