বেঙ্গল টাইমস প্রতিবেদন: টাইগার হিলে যানজট কমাতে উদ্যোগী রাজ্য প্রশাসন। এবার থেকে টাইগার হিলে সকালের দিকে তিনশোর বেশি গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এমন কড়া সিদ্ধান্ত নিতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন।
যাঁরা দার্জিলিংয়ে যান, তাঁদের অনেকেই একবার টাইগার হিলে ঢুঁ মেরে আসেন। ভোর রাতে হোটেল থেকে গাড়ি এসে তুলে নিয়ে যায়। পর্যটকেরা মূলত সূর্যোদয় দেখতেই টাইগার হিলে যান (যদিও অধিকাংশ পর্যটকই সেই সূর্যোদয় দেখা থেকে বঞ্চিত থাকেন। কারণ, অধিকাংশদিন ওই সময় সূর্যকে দেখাই যায় না)। সকালের দিকে হাজার হাজার গাড়ি জড়ো হয়ে যায়। অনেককে পায়ে হেঁটেই বাকি পথটা উঠতে হয়।
তাই, টাইগার হিলে পর্যটকদের একটা নিয়ন্ত্রণ আনতে চাইছে রাজ্য প্রশাসন। এবার থেকে ইচ্ছে হলেই ভোরে টাইগার হিল যাওয়া যাবে না। প্রশাসনের অনুমতি নিয়ে তবেই যাওয়া যাবে। আগেরদিনই সেই অনুমতি নিয়ে রাখতে হবে। এবং, সকালের দিকে তিনশোর বেশি গাড়ি সেই অনুমতি পাবে না।