বেঙ্গল টাইমস প্রতিবেদন: উত্তরবঙ্গের জঙ্গলে কি সত্যিই বাঘ আছে? এমনিতেই সংশয় ছিল। আরও বড় সংশয় তৈরি করল বাঘ শুমারি। নভেম্বরে পাঁচদিন ধরে হয়েছে বাঘ গণনার কাজ। বক্সা ব্যঘ্র প্রকল্পের পাশাপাশি গরুমারা, জলপাড়াতেও হয়েছে গণনা।
এখনও পর্যন্ত যা খবর, তাতে কোনও জঙ্গলেই বাঘের অস্তিত্ব সেভাবে টের পাওয়া যায়নি। চোখে দেখাও যায়নি। তাদের পায়ের ছাপ পাওয়া যায়নি। বাঘের হামলায় মৃত কোনও জন্তু–জানোয়ারের হদিশও পাওয়া যায়নি। মোদ্দা কথা, এমন কোনও নিদর্শন পাওয়া যায়নি, যার ভিত্তিতে বলা যায়, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে।
আপাতত ভরসা সেই ট্র্যাপ ক্যামেরা। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো রয়েছে অসংখ্য ক্যামেরা। বাঘ গণনা উপলক্ষে সেই ক্যামেরার সংখ্যা বাড়ানোও হয়েছিল। সেখানে হদিশ পাওয়া যায় কিনা, আপাতত সেটাই দেখার।