টয় ট্রেন নিয়ে ফের অনিশ্চয়তা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ কবে চলবে টয় ট্রেন?‌ ফের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। কয়েকদিন আগেই বর্ষায় ধস নেমেছিল পাহাড়ের কিছু এলাকায়। টয় ট্রেনের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, চার–‌পাঁচদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। ৫ আগস্ট থেকে ফের চালু হওয়ার কথা ছিল।
কিন্তু এখনও লাইন নিয়ে সমস্যা। রাস্তার ওপরের ধস পরিষ্কার করে আপাতত রাস্তা খুলে দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন লাইন এখনও মেরামত করা যায়নি। তাই আরও অনিশ্চিত হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। বর্ষায় পাহাড়ে তেমন পর্যটক ওঠেন না। তাই এখন টয় ট্রেনের তেমন চাহিদাও নেই। সূত্রের দাবি, সেই কারণেই কিছুটা গড়িমসি চলছে।
এমনিতেই নানা কারণে টয় ট্রেনের প্রতি মানুষের আকর্ষণ হারাচ্ছে। মাত্রাতিরিক্ত ভাড়া একটা বড় কারণ। কারণ, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার একেকজনের ভাড়া দেড় হাজার টাকার ওপর। এই দাম দিয়ে টিকিট কাটা মধ্যবিত্ত বাঙালির পক্ষে বেশ মুশকিলের। তাছাড়া, মাঝে মাঝেই যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েকদিন আগেই একবার বেলাইন হয়েছিল টয় ট্রেন। সব মিলিয়ে এই মরশুমে টয় ট্রেনকে ঘিরে আদৌ উন্মাদনা থাকবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *