বেঙ্গল টাইমস প্রতিবেদন: টুকলিতে ছেয়ে গেছে হোয়াটসঅ্যাপ। সকাল থেকে আপনার মোবাইলে টুং টাং। ঢুকেই চলেছে মেসেজ। জাতির উদ্দেশে কতই না বার্তা। আপনি হয়ত ভাবছেন, আপনার বন্ধু আপনাকেই মেসেজটি পাঠিয়েছে। অথচ, তিনি একসঙ্গে অনেককেই এই মেসেজটি পাঠিয়েছেন। তিনি শুধু ফরোয়ার্ড করেছেন।
এবার থেকে মেসেজটি ফরোয়ার্ড করা কিনা, আপনি আরও সহজে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানে মেসেজটির ওপর লেখা থাকবে ফরোয়ার্ডেড। অর্থাৎ, অন্য কোনও সূত্র থেকে পাওয়া লেখা আপনাকে ফরোয়ার্ড করা হয়েছে।
তবে, ফাঁকও আছে। কেউ যদি নতুন করে টাইপ করে বা কপি পেস্ট করে, সেক্ষেত্রে এই লেখাটি উঠবে না। অর্থাৎ, অন্যের বার্তা নিজের বলে চালাতে চাইলে শর্টকার্ট পদ্ধতি আর চলছে না। একটু মেহনত করতে হবে, এই যা।