স্বরূপ গোস্বামী
অনুপ্রেরণা শব্দটার মানে কী? মাঝে মাঝেই গুলিয়ে যায়। গত কয়েক বছরে কোন বাংলা শব্দটা সবথেকে বেশিবার ব্যবহার হয়েছে? এই নিয়ে একটা সমীক্ষা চালানোই যায়। অন্তত সরকারি ক্ষেত্রে একটা শব্দের কথা মাথায় আসছে— অনুপ্রেরণা। প্রতিটি শিলান্যাসে অনুপ্রেরণা। প্রতিটি সিদ্ধান্তে অনুপ্রেরণা। প্রতিটি উদ্বোধনে অনুপ্রেরণা। আর ভাষণে তো অনুপ্রেরণার ছড়াছড়ি।
একটা টয়লেট হবে, সেখানেও অনুপ্রেরণা। সরকারি কোনও ক্যান্টিনের মেনুতে হয়ত লুচি–ছোলার ডাল থাকবে। সেখানেও অনুপ্রেরণা। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ সাঁতার কাটছে, কেউ হিসি করছে, কোথাও অনুপ্রেরণার কোনও অভাব নেই। গুগলবাবু যতই সবজান্তার ভান করুন। সারা পৃথিবীর যতই অজানা তথ্যের হদিশ দিক। কোন বছরে কতবার অনুপ্রেরণা শব্দটা ব্যবহার হয়েছে, এর উত্তর খুঁজতে গেলে এই সিধু জ্যাঠাও ডাঁহা ফেল। কী জানি, শোনা যাবে, এই গুগলটাও হয়ত ‘অনুপ্রেরণা’ তৈরি।
যাক সে কথা। জেলায় জেলায় ‘শান্তিপ্রিয় তাণ্ডবের’ ছবি দেখছি। ব্লক অফিস যেন পর্যটন কেন্দ্র। কাতারে কাতারে মানুষ। কোথায় লাগে দার্জিলিং ম্যাল! কোথায় লাগে দিঘা! পর্যটন মানচিত্রে ব্লকগুলিকে এভাবে যুক্ত করার বিষয়টা কোনও রাজ্যের কোনও সরকার ভেবেছে? রাষ্ট্রসঙ্ঘ ব্লকশ্রী বা তাণ্ডশ্রীর পুরস্কারের কথা ভেবে দেখতেই পারে। চিরকাল ব্লক অফিস মানে বঞ্চিতদের জায়গা। টিউবঅয়েলে জল নেই, ক্ষেতের জল শুকিয়ে গেছে, বন্যায় ত্রিপল জোটেনি, মিনি কিট জোটেনি, যাও পঞ্চায়েত বা ব্লক অফিসে। সেই ব্লকে কবে আর সাংবাদিকরা গেছে! ব্লক অফিসের কথা কেই বা ভেবেছে!
এই বাংলায় একটা অ্যাসট্রো টার্ফ না থাকুক, গ্রামে গ্রামে কত হকি স্টিক। এত হকি স্টিক না দেখলে আপনি জানতেন, বাংলার গ্রামে গ্রামে হকি খেলা হয়! ক্লাবে ক্লাবে অনুদানের ফলে গ্রাম গ্রামাঞ্চলে হকির কতখানি প্রসার ঘটেছে, কেউ বুঝলেন না! শুধু কুৎসা!
কত বোমা, কত গুলি! এর পরেও বলবেন শিল্প নেই! চপ, তেলেভাজা যদি শিল্প হয়, বোমাটাও একটা শিল্প। আলবাত শিল্প। আর ওই সব বন্দুকের দাম জানেন! একটা গুলির দাম কত, জানেন! কিছুই তো খোঁজ রাখেন না। মানুষের কেনার ক্ষমতা আছে বলেই তো কিনছে। তার মানে গ্রামীণ অর্থনীতির প্রভূত উন্নতি হয়েছে।
আসলে, বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাও দেখতে পায় না। মিডিয়াও দেখতে পায় না। যুগে যুগে অবতার হয়ে কৃষ্ণ (কেষ্ট) আসেন। ব্লকে ব্লকে ছড়িয়ে পড়েন। কেউ বুঝেও বোঝে না। তাই ‘অনুপ্রেরণা’ শব্দের আসল মানেটাও কেউ বুঝল না।


