শেষ হল মাধ্যমিক। প্রাণে যেন খুশির তুফান। কেউ সেলফি তুলছে। কেউ ভেবে নিচ্চে, সামনের দিনগুলোয় কী কী করবে?
কিন্তু চুটিয়ে আনন্দের উপায় কই ? কদিন যেতে না যেতেই হয়ত শুরু হয়ে যাবে ক্লাস ইলেভেনের টিউশনি বা কোচিং। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে থামার উপায় নেই।
কিন্তু কয়েক দশক আগেও ছবিটা ছিল অন্যরকম। তখন পরীক্ষা শেষ মানে, টানা তিন মাসের লম্বা ছুটি। বকুনি নেই। পড়তে বসার রুটিন নেই। কেউ লম্বা ছুটিতে বেরিয়ে পড়ত। কেউ বা মনের সুখে নানা রকম গল্পের বই পড়ত। কেউ নানা রকম সিনেমা দেখত।
এই নিয়েই আগামী কয়েকদিন বেঙ্গল টাইমসে খোলামেলা আলোচনা হতে পারে। কে কীভাবে কাটিয়েছিলেন সেই তিন মাস? এই নিয়ে স্মৃতিচারণ ধর্মী লেখা। যে কেউ লিখতে পারেন। পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসের ঠিকানায়। সেই সব হারিয়ে যাওয়া মুহূর্তগুলো বেঙ্গল টাইমসের মাধ্যমে আবার উকি দিয়ে যায়, মন্দ কী ?
লেখা পাঠানোর ঠিকানা
bengaltimes.in@gmail.com