যাকে খুশি রাষ্ট্রপতি বানিয়ে দিলেই হল!‌

মনোজ মুখার্জি

রামনাথ কোবিন্দ। নামটা দেশের কজন মানুষ শুনেছিলেন?‌ সাধারণ মানুষ তো দূরের কথা। যাঁরা রাজনীতির খুঁটিনাটি খোঁজ রাখতেন, তাঁরাও কি জানতেন নামটা?‌ এই মানুষটা দেশের রাষ্ট্রপতি হবেন?‌ আর গোটা দেশকে তা মেনে নিতে হবে!‌
না, ব্যক্তিগতভাবে রামনাথ কোবিন্দকে কখনও চিনতাম না। তাই ভাল লাগা বা মন্দা লাগা–‌এমন কোনও অনুভূতিই ছিল না। কিন্তু কেন জানি না, একেবারে অচেনা–‌অজানা একজন লোককে দেশের রাষ্ট্রপতি মেনে নিতে মন সায় দিচ্ছে না। লোকসভা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ। অধিকাংশ রাজ্যেই তাদের সরকার। নিজেদের একার ভোটে হয়ত জেতানো যাবে না। তবে যেহেতু কেন্দ্রে সরকারে আছে, তাই দু–‌একটা আঞ্চলিক দলের সমর্থন পেতে তেমন বেগ পেতে হবে না। না ডাকলেও অনেকে সমর্থন নিয়ে হাজির হয়ে যাবে।

ramnath kobind3
বিজেপি শিবির থেকে কেউ একজন প্রার্থী হবেন, সেটা মেনে নিতেই হত। সেই মানুষটি লালকৃষ্ণ আডবানি হলে মেনে নিতে দ্বিধা থাকত না। সুষমা স্বরাজ হলেও মেনে নেওয়াই যেত। কিন্তু যাঁকে গোটা দেশের তেমন কেউ চিনল না, জানল না, তিনি হঠাৎ করে রাষ্ট্রপতি হয়ে যাবেন?‌ রাষ্ট্রপতি পদটা বোধ হয় এতখানি হেলাফেলা করার মতো জিনিস নয়।
অন্য দলের কথা বাদ দিন। সাধারণ মানুষের কথা বাদ দিন। খোদ বিজেপি–‌র কজন চিনতেন এই মানুষটিকে?‌ বিহারের রাজ্যপাল, সেই রাজ্যের লোকেরা হয়ত চিনতেন। উত্তরপ্রদেশের মানুষ। তাঁদের পক্ষেও চেনাটা অসম্ভব নয়। কিন্তু বাকি রাজ্যের লোকেরা?‌ এই বাংলায় কজন বিজেপি নেতা তাঁর নাম শুনেছিলেন?‌ আমার ধারনা, বিজেপি সাংসদ বা শীর্ষনেতৃত্বও বিষয়টি নিয়ে জানতেন না। কোনও স্তরেই কোনও আলোচনা হয়নি। স্রেফ একজন বা দুজন বিষয়টি চাপিয়ে দিলেন।
এরপরেও রামনাথ কোবিন্দ জিতে যাবেন। দেশের রাষ্ট্রপতিও হয়ে যাবেন। কিন্তু তাঁকে আরএসএসের নেতাই মনে হবে। তার বেশি কিছু নয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.