বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সরকারের সাফল্যের ফিরিস্তির জন্য বইমেলার মঞ্চকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। বইমেলার উদ্বোধন করতে এসে নিজের লেখা দশখানি বইয়ের উদ্বোধন করে ফেললেন।
চার বছরে রাজ্য সরকারের সাফল্য নিয়ে প্রকাশিত হয়েছে একটি পুস্তিকা। সরকার সাফল্যের ফিরিস্তি দিয়ে বই ছাপাতেই পারে। কিন্তু বইমেলার উদ্বোধনী মঞ্চকে এই বইয়ের উদ্বোধনের জন্য কেন বেছে নেওয়া হবে, তা নিয়ে নানা মহলেই প্রশ্ন।
কথাঞ্জলি লিখে আগেই সাড়া ফেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার ইংরাজি অনুবাদ। এক লেখক মজা করে বললেন, রবীন্দ্রনাথ শুধু গীতাঞ্জলি লিখে নোবেল পাননি। সেই গীতাঞ্জলিকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। মুখ্যমন্ত্রী হয়ত ভেবেছেন, কথাঞ্জলির অনুবাদ করলে নোবেল পাওয়া যেতে পারে। সেই কারণেই ইংরাজিতে অনুবাদ হল।
আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয়, এবার উর্দুতেও বই লিখেছেন মুখ্যমন্ত্রী। এক কবির রসিকতা, ‘উর্দু কোন দিক থেকে কোনদিকে পড়তে হয়, সেটা উনি জানেন তো ? যে ভাষা পড়তে পারেন না, সে ভাষায় কী করে একজন বই লিখতে পারেন, এ সারা পৃথিবীর বিস্ময়। এবার তাঁর জাপানি বা চাইনিজ ভাষায় বইয়ের অপেক্ষায় রইলাম।’