মুখ্যমন্ত্রীর ফ্লেক্স টাঙিয়ে মন্ত্রী হয়ে গেলেন সুজিত

রজত সেনগুপ্ত
গত কয়েক বছর বাইপাস ধরে এয়ারপোর্টের দিকে গেছেন?‌ বা চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভের দিকে?‌ কয়েক হাত ছাড়া ছাড়া পাবেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর কাট আউট। বিশাল বিশাল সব কাট আউট। সৌজন্যে সুজিত বসু।

sujit bose
এমনভাবে সেইসব কাট আউট টাঙানো, যেন ওই রাস্তায় গেলেই চোখ পড়তে বাধ্য। যেদিন যেদিন মুখ্যমন্ত্রীর বিমানবন্দরে যাওয়ার বা ফেরার কথা থাকে, কাট আউট বেড়ে যায়। যেন ওই পথে যেতে যেতে কয়েক হাত দূরে দূরে এই কাট আউট তাঁর চোখে পড়ে।
সেই ছবি টাঙানোর পুরস্কার পেলেন সুজিত বসু। এবার তাঁকে আনা হল মন্ত্রিসভায়। সম্ভবত, তিনি দমকল দপ্তর পেতে চলেছেন। আসলে, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, সেটা দেরিতে হলেও বুঝতে পেরেছেন বিধান নগরের এই বিধায়ক। আগে তাঁকে এভাবে এত কাট আউট লাগাতে দেখা যায়নি। নিশ্চয় কোনও শুভানুধ্যায়ী পরামর্শ দিয়েছিলেন। হাজার হাজার ফ্লেক্স টাঙানোর ফলও হাতেনাতে পাওয়া গেল।

 

(‌এটি ওপেন ফোরামের লেখা। মতামত লেখকের ব্যক্তিগত। কোনও সিদ্ধান্তে যে যেভাবে খুশি ব্যাখ্যা করতেই পারেন। )‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *