মহানায়িকা! না থেকেও আছেন সুচিত্রা

সোহম সেন
ছবির নাম যদি মহানায়িকা হয়! এবার পরিচালক যাই বলুন, আপনি মনে মনে ভেবে নেবেন ঠিক একজনকেই। হ্যাঁ, তিনি সুচিত্রা সেন। না থেকেও তিনি আছেন। প্রবলভাবেই আছেন।
ঠিক বায়োপিক বলা যাবে না। সুচিত্রার জীবনের সঙ্গে ছবির কেন্দ্রীয় চরিত্রের সব ব্যাপারেই দারুণ মিল, এমনটাও নয়। তবু ছবি জুড়ে থাকছেন সেই সুচিত্রা। আর পর্দায় সেই ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

rituparna
আগে নাটক করলেও এই প্রথম সিনেমায় হাত দিয়েছেন পরিচালক সৈকত ভকত। আবির্ভাবেই বড়সড় একটা ঝাঁকুনি দিতে চাইছেন। তাই ছবির নাম বেছে নিয়েছেন- মহানায়িকা। নাম থেকেই বোঝা যাচ্ছে, বেশ চমক থাকবে।
একজন জনপ্রিয় নায়িকাকে ঘিরেই আবর্তিত হচ্ছে চিত্রনাট্য। তাংর জীবনের নানা ওঠা-পড়া, ঘাত-প্রতিঘাত। যার কোথাও সুচিত্রার সঙ্গে মিল আছে, আবার কোথাও কিছুটা আলাদা। প্রযোজকের একটি চরিত্রে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *