অনেকেই ভ্রমণ পর্ব সেরে ফেলেছেন। পুজোর ছুটিতে কে কোথায় গিয়েছিলেন ? কেমন লাগল ? সেই অনুভূতি মেলে ধরতে চান ? তাহলে লিখে পাঠিয়ে দিন বেঙ্গল টাইমসে।
হয়ত পুজোয় যেতে পারেননি। শীতে কোথাও বেরিয়ে পড়বেন ভাবছেন ? কোথায় যেতে চান ? সিদ্ধান্ত নিতে না পারলে চোখ রাখুন বেঙ্গল টাইমসে। এখানে অনেক অজানা জায়গার স্বাদ পাবেন।
কোনও জায়গার সঙ্গে হয়ত অনেক স্মৃতি, নস্টালজিয়া জড়িয়ে আছে। হয়ত অনেকদিন আগে গিয়েছেন। কিন্তু বারেবারেই সেই স্মৃতি ফিরে আসে। চাইলে সেই অনুভূতির কথাও ভাগ করে নিতে পারেন। খুব ভাল, গুছিয়ে লিখতে পারেন না ? দুশ্চিন্তা বা হীনমন্যতার কিছু নেই। আপনি আপনার ভাষায় লিখুন। যদি কোনও পরিমার্জন দরকার হয়, আমরা করে নেব।
লেখা পাঠিয়ে দিনঃ bengaltimes.in@gmail.com
ইউনিকোড বা অভ্রতে পাঠালে সুবিধা হয়। সঙ্গে ছবিও পাঠাতে পারেন। লেখার সঙ্গে নিজের ফোন নম্বর ও ই মেল আইডি উল্লেখ করতে পারেন। আপনি চাইলে, আপনার লেখার সঙ্গে আপনার ই মেল আইডিও ছাপা হবে।