বেঙ্গল টাইমসঃ বড়দিন স্পেশাল সংখ্যা

প্রিয় পাঠক,
বেঙ্গল টাইমসের বড়দিন সংখ্যা প্রকাশিত।
৭৫ পাতার বই। পিডিএফ ফর্মাটে ডাউনলোড করা আছে। যাঁরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে বেঙ্গল টাইমস দেখছেন, তাঁরা পাতার ডানদিকের লিঙ্কে ক্লিক করতে পারেন।
যাঁরা মোবাইল থেকে পড়েন, তাঁরা একটু নিচের দিকে আসুন। শীতকাহন-এর কভার পেজ দেখে ক্লিক করুন।

shitkahan-ad

এবারের বিষয় শীত। প্র্চ্ছদ – শীতকাহন। শীত সংক্রান্ত একগুচ্ছ নানা স্বাদের লেখা।
সেইসঙ্গে সাহিত্য, রাজনীতি, সিনেমা, খেলা, ভ্রমণ, রম্যরচনা, স্পেশাল ফিচার-সব কিছুই আছে।
পড়ুন, ভাল লাগবে। যাঁরা খুঁজে পাচ্ছেন না, তাঁদের জন্য নিচে লিঙ্ক দেওয়া হল। এটি কপি করে অ্যাড্রেস বারে গিয়ে পেস্ট করুন। তারপর এন্টার মারলেই পড়তে পারবেন।

https://www.bengaltimes.in/shitkahan/shitkahan.pdf

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *