বেঙ্গল টাইমসের অত্যন্ত জনপ্রিয় এক বিভাগ— নন্দ ঘোষের কড়চা। গত এক বছরের বেশি সময় ধরে মাঝে মাঝেই প্রকাশিত হয় এই কলামটি। নন্দ ঘোষ এক বর্ণময় চরিত্র। তিনি আতস কাঁচ নিয়ে লোকের খুঁত ধরতে বেরিয়েছেন। তাঁর আক্রমণ থেকে কারও নিস্তার নেই।
পাঠকদের দাবি ছিল, এই বিভাগটাকে আরও নিয়মিত করতে হবে। যদি সম্ভব হয়, নন্দ ঘোষ যেন রোজ একেক জনের পিন্ডি চটকান। নন্দ ঘোষের তো খুব উৎসাহ। শীত কমে গেছে। তাঁর শীতঘুমে যাওয়ার কোনও ইচ্ছেও নেই। এবার থেকে তিনি রোজ হাজির হবেন, নতুন নতুন শিকার নিয়ে। সময় বেছে নেওয়া হয়েছে ঠিক বেলা বারোটা। অর্থাৎ, রোজ বারোটা বাজলে তিনি কারও না কারও বারোটা বাজাবেন। কখনও কখনও পুরনো কিছু জনপ্রিয় ‘নন্দ ঘোষের কড়চা’ও নতুন করে প্রকাশিত হবে।
তাহলে অপেক্ষা করুন বেলা বারোটা পর্যন্ত। রোজ চোখ রাখুন ঠিক বেলা বারোটায়। দেখুন নন্দ ঘোষ কবে কার ‘সুখ্যাতি’ করছেন।