রক্তিম মিত্র
জোট নিয়ে যে তরজা চলছে, তা নিয়েদু-চার কথা লেখার তাগিদ অনুভব করছি। প্রত্যেক সচেতন মানুষের একটা রাজনৈতিক চেতনা থাকে। সে নিজের মতো করে পরিস্থিতি বিশ্লেষণ করে। নিজেকে বাম সমর্থক বলেই মনে করি। বাম হারলে দুঃখ পাই, বাম কর্মীদের বাড়ি আক্রান্ত হলে কষ্ট পাই। বামেরা জিতলে আনন্দ পাই। কোনও সন্দেহ নেই, বিধানসভা নির্বাচনের এই ফলাফল আমাকেও কিছুটা আহত করেছে। কিন্তু জোট নিয়ে যে তরজা চলছে, তা আরও বেশি খারাপ লাগছে।
দিল্লিতে যে নেতারা রাজনীতি করেন, তাঁরা গ্রাম বাংলার বাস্তবতা বোঝেন বলে মনে হয় না। রাজ্য নেতৃত্বও যে সবসময় বোঝেন, এমন নয়। অনেক সময় পরিস্থিতি বুঝতে ভুল করেছেন। পরে তার মাশুল দিতে হয়েছে। তবু জোটের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করি। হ্যাঁ, এই হারের পরেও মনে করি, জোট করা জরুরি ছিল।
জোট যদি না হত, এই লড়াইয়ের আবহটাই তৈরি হত না। যে আসনগুলো পাওয়া গেছে, হয়ত তার কয়েকটা হারাতে হত। শুধু তাই নয়, গ্রামে গ্রামে হয়ত প্রচার করাও যেত না। বুথে এজেন্ট দেওয়াও মুশকিল হত। নির্বাচনের ফল দিয়ে সবসময় জোটের কার্যকারিতাকে ব্যাখ্যা করবেন না। নিচের দিকে কী ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল, তা কেন্দ্রীয় নেতৃত্বে জানার কথা নয়। বাম কর্মীরা বিশ্বাস করছিলেন, পরিবর্তন আসতে পারে। এমনকি তৃণমূলও বেশ আতঙ্কেই ছিল। তারাও নিশ্চিত হতে পারছিলেন না। স্বয়ং মমতা ব্যানার্জি এখন যাই বলুন, তিনিও আতঙ্কে ছিলেন বলেই উল্টোপাল্টা বকছিলেন। এতই যদি নিশ্চিন্ত থাকতেন, তাহলে নিজের উন্নয়ন নিয়েই তো বলতে পারতেন। বিরোধীদের এভাবে আক্রমণ করার তো দরকার ছিল না।
কংগ্রেসকে দোষ দেব না। তাঁদের সাধ্যমতো সাহায্য করেছেন। কংগ্রেস ততখানি কমিটেড দল নয়। তাই তাদের সব ভোট বাম শিবিরে আসবে, এমনটা ধারনা করাও ভুল। তবু অনেকটাই এসেছে। অন্তত কং নেতৃত্বের আন্তরিকতার কোনও অভাব ছিল না। এমনকি ভোটের পর বামেদের দিক থেকে নানা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এসেছে, কিন্তু কং নেতাদের আচরণ ও বিবৃতি অনেক সংযত ও দায়িত্বশীল বলেই মনে হয়েছে। তাঁরা আগামীদিনেও এই জোটকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
অনেক কষ্টে এই জোট, এই বোঝাপড়া তৈরি হয়েছে। শুধু ভোটে সাফল্য এল না বলে সেই বোঝাপড়া নষ্ট করে ফেলবেন? গ্রামে, শহরে যেসব বাম ও কর্মীরা একজোট হয়ে লড়াই করছিলেন, শুধু কয়েক লাইনের বিবৃতি দিয়ে তাঁদের আলাদা করে দেবেন ?
প্রায় সব জেলাতেই চলছে সন্ত্রাস। আক্রান্ত হচ্ছে পার্টি অফিস। এইসময় একজোট থাকাটা আরো বেশি জরুরি। সামনে তো কোনও ভোট নেই। তাহলে এখন থেকে এমন ফতোয়া দেওয়া হল কেন ? বাংলায় জোট ছিল বলে কেরলে ক্ষমতায় ফিরতে তো সমস্যা হয়নি। বা কেরলে লড়াই হয়েছে বলে গ্রাম বাংলার নিচুতলায় তো জড়তা বা আড়ষ্টতা ছিল না। তাহলে দুই রাজ্যে দুরকম অবস্থান হলেই বা ক্ষতি কী ?