বেঙ্গল টাইমস প্রতিবেদন
বড়সড় এক ঝাঁকুনি এল ভারতীয় ফুটবলে। একসময় আইপিএল–কে উড়িয়ে নিয়ে যেতে হয়েছিল মরুদেশে। এবার সন্তোষ ট্রফিও উড়ে যাচ্ছে আরেক মরুদেশে।
এই প্রথম দেশের বাইরে হতে চলেছে সন্তোষ ট্রফি। সেদিক থেকে দেখতে গেলে, ফেডারেশনের এই উদ্যোগের পেছনে যথেষ্ট চমক রয়েছে। সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বের খেলা দেশের মাটিতেই হবে। কিন্তু নকআউট পর্বের খেলা হবে সৌদি আরবে।
দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে একটি মউ চুক্তি হয়েছে। তাতে ভারতের এই টুর্নামেট যেমন সৌদি আরবে হবে, তেমনই কোচ আদান–প্রদান। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রস্তুতিও চালানো হবে। ভারত যেমন উন্নততর প্রযুক্তির জন্য সৌদিতে যাবে, তেমনই সেই দেশের ফুটবলাররাও প্রস্তুতির জন্য ভারতে আসতে পারেন। সৌদির গরম এড়াতে এ দেশের কোনও পাহাড়ি শহরের ওপর অস্থায়ী ঘাটি গাড়তে পারে। কী জানি, সন্তোষ আয়োজনের পাল্টা হিসেবে হয়ত দেখা যাবে সৌদির ঘরোয়া লিগের ম্যাচ হচ্ছে ভারতের বিভিন্ন মাঠে।